আগরতলা, ১৯ মার্চ : পশ্চিম ত্রিপুরা জেলার কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রিথন মিয়ার বাড়িতে চুরির ঘটনার খোলাসা করল পুলিশ। গ্রেফতার চোর। উদ্ধার নগদ ৭০০০০ টাকা, স্বর্ণালংকার ও ১টি টিভি। ধৃত চোরকে বুধবার আদালতে সোপর্দ করল পুলিশ।
বুধবার আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানান, গত ২৩/০২/২০২৫ তারিখে লিটন দেব নামে কমলপুর এলাকার এক যুবক শ্রমিক সেজে কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকার রিথন মিয়ার বাড়িতে কাজ করতে আসে। বাড়ির লোকদের অনুপস্থিতে ঘরে থাকা শোকেস ভেঙে ৭০০০০ হাজার টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক সাথে সাথেই আমতলি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত ১৬/০৩/২০২৫ তারিখে অভিযুক্ত চোরকে কমলপুর থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৭০০০০ টাকা, একটি সোনার চেইন, একজোড়া কানের দুল, একটি আংটি এবং চুরির টাকা দিয়ে ক্রয় করা টিভি উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃত লিটন দেবকে আদালতে সোপর্দ করা হয়েছে।