গন্ডাছড়া, ১৮ মার্চ : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন একশ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা এক বছরেও সম্পন্ন করতে পারল না পূর্ত দপ্তর। গ্রামবাসীদের অভিযোগ উক্ত কাজের ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের যোগ সাজসে ব্লক টিলার ওই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থা।
জানা গিয়েছে, গন্ডাছড়া থানার পাশ থেকে হরিপুর এডিসি ভিলেজের ব্লক টিলার প্রায় একশ মিটার রাস্তা। দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায়।গ্রামবাসীদের চাপে গন্ডাছড়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে ওই একশ মিটার রাস্তার জন্য টেন্ডার ডাকা হয়। ওই টেন্ডারে ওই একশ মিটার রাস্তা মেটেলিং পিচ করার জন্য টেন্ডারটি পায় আমবাসার এক ঠিকেদার। ব্লক টিলার বাসিন্দাদের অভিযোগ,এক বছর পূর্বে উক্ত ঠিকেদার সামান্য কিছু কাজ করে বন্ধ করে দেয়। এর কিছুদিন পর কাজের সাইটে আসেন ম্যানেজার পরিচয়ে এক ব্যক্তি। কাজের সাইটে আসা ওই সাইট ম্যানেজারকে গন্ডাছড়ার সকলে ইট চোর হিসাবেই চেনেন। ওই সাইট ম্যানেজার এখনো বহু মানুষকে ইট রড সিমেন্ট দেওয়ার কথা বলে বহু টাকা দেনায় রয়েছেন। ফলে ওই সাইট ম্যানেজার গণধোলাইয়ের ভয়ে কাজের সাইটে যেতে পারছে না।
স্থামীয়দের প্রশ্ন হল, গন্ডাছড়া থানার পাশ থেকে ব্লক টিলার মাত্র একশ মিটার রাস্তা কেন এক বছরেও শেষ করতে পারল না পূর্ত দপ্তর। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগে টাকার কাছে বিক্রি হয়ে যাননি তো পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ পূর্ত দপ্তরের কর্মকর্তারা। ব্লক টিলার ওই একশ মিটার রাস্তা নিয়ে এবার পূর্ত দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন সংশ্লিষ্ট গ্রামের মহিলারা। মহিলারা অভিযোগ এনে চরম হুশিয়ারী দিয়ে জানান, বর্ষার পূর্বেই রাস্তার কাজ শেষ করতে হবে পূর্ত দপ্তরকে। নতুবা আন্দোলন হবে।