স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হোস্টেলে

আগরতলা, ১৮ মার্চ : রাজধানী আগরতলা শহরে একটি হোস্টেলে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ৷ মৃতার নাম রিচা দেববর্মা৷ বাড়ি ধলাই জেলার লংতরাইভ্যালীতে৷ সে আগরতলা শহরের বোধজং গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল৷

আগরতলা শহরের জগন্নাথবাড়ি রোডে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসের আবাসিক রিচা দেববর্মা মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে নিজের কক্ষে যায়৷ তারপর তাকে আর দেখা যায়নি৷ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অন্যান্য ছাত্রীরা তার কক্ষে গেলে দেখতে পায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ৷ সাথে সাথেই ছাত্রনিবাসে শুরু হয়ে যায় চিৎকার চেচামেচি৷ পরে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ দীর্ঘ প্রায় দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ৷

হোস্টেলের ভারপ্রাপ্ত এক মহিলা কর্মী জানিয়েছেন, তিনি নিজেও হোস্টেলে ছিলেন না৷ প্রশাসনিক কাজে তিনি হোস্টেলের বাইরে ছিলেন৷ খবর পেয়ে দ্রুত হোস্টেলে আসেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ মৃতার পরিবার পরিজনদেরও খবর পাঠানো হয়েছে৷ রিচা দেববর্মার এমন মৃত্যুতে হোস্টেলের অন্যান্য ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?