পুলিশের এএসআই সাসপেন্ড ঘুষ নেওয়ার দায়ে, কনস্টেবল ও এসপিও ক্লোজড

বিশ্রামগঞ্জ, ১৮ মার্চ : ঘুষ নেওয়ার দায়ে ত্রিপুরা পুলিশের এএসআই, কনস্টেবল এবং এসপিও এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার৷ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিজয় দেববর্মা৷

পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে৷ তাতে দেখা গিয়েছে ওই তিন পুলিশ কর্মী কর্তব্যে মারাত্মক গাফিলতি করেছেন৷ বিশ্রামগঞ্জ থানার এএসআই বিবেকানন্দ দেববর্মাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ তাছাড়া কনস্টেবল বদুরা দেববর্মা এবং এসপিও পার্থ দাসকে ক্লোজড করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্রামগঞ্জ থানায় কর্মরত ওই তিন পুলিশকর্মী বিশ্রামগঞ্জ এলাকায় যানবাহন চেকিংয়ের সময় জনৈক যান চালকের কাছ থেকে নগদে ঘুষ নিয়েছিলেন৷ ওই ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও ফুটেজ কে বা কারা ধারণ করেন৷ পরে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত হয়৷ তারপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন৷ সিপাহীজলা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে ওই তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?