কুমারঘাট, ১৮ মার্চ : বিকশিত ভারতের এক দেশ এক নির্বাচনকে গুরুত্ব দিয়ে ত্রিপুরায় সূচনা হল জাতীয় যুব সংসদের। সোমবার ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজে এই জাতীয় যুব সংসদের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অর্থানুকুল্যে এবং ফটিকরায় আম্বেদকর কলেজের ব্যাবস্থাপনায় দু’দিনব্যাপী কলেজে চলবে এই সংসদ। মূলত যুবদেরকে এক দেশ এক নির্বাচনের বিষয়ে জাগ্রত করতে এই আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, বছরে কয়েকটি নির্বাচন করতে গিয়ে উন্নয়নের গতি হারাচ্ছে ভারত। যেখানে অন্যান্য দেশে বছরে এক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয় সেই জায়গায় এখনো ব্যাতিক্রম ভারত। তাই ভারতেও এক দেশ এক নির্বাচন চালু করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আর যুব প্রজন্মকে এই বিষয়ে সচেতন করতে এবং আগামী এক বছরে অধিকমাত্রায় যুবদের রাজনীতির অঙ্গনে আনতে পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ যুবদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব।
উদ্বোধকের ভাষণে মন্ত্রী আরো বলেন, বারবার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি মানতে গিয়ে উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। তাছাড়াও এদিন আলোচনায় একাংশ সরকারী কর্মচারীদেরকেও বিঁধলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন নির্বাচনের জুজু দেখিয়ে বিভিন্ন সরকারী অফিসের একাংশ কর্মচারীরা হাত গুটিয়ে নেন অফিসের কাজ থেকে। নানান অজুহাত দেখিয়ে নির্বাচনের সময় বাড়িতে কর্মচারীরা ছুটি কাটান বলে এদিন অভিযোগ করেন মন্ত্রী। মোদ্দা কথায় নির্বাচনের নামে একাংশ সরকারী কর্মচারীরা ফাঁকিবাজি চালাতে শুরু করেন বলে এদিন অকপটে বলেই ফেললেন মন্ত্রী। তাঁর কথায় স্পষ্ট দেশে এক নির্বাচন চালু হলে এই সুযোগ আর পাবেন না সেইসব ফাঁকিবাজ সরকারী কর্মচারীরা।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুব্রত শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডঃ মেলোডি এল ডার্লং।