উদয়পুর, ১৬ মার্চ : গোমতী জেলার উদয়পুর রেল স্টেশনে রবিবার গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ ওই যাত্রীর নাম অমিত দেবরায়৷ বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আমতলীতে৷ পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিত দেবরায় সাব্রুম থেকে শিয়ালদাগামী ট্রেনে সফর করছিলেন৷ গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে ওই ট্রেনের যাত্রী অমিত দেবরায়ের ব্যাগে শুকনো গাঁজা রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ উদয়পুর রেল স্টেশনে নজরদারী চালায়৷ ট্রেনটি যখন উদয়পুর রেল স্টেশনে পৌঁছে তখন পুলিশ ট্রেনে তল্লাসি চালায়৷ তল্লাসি চালিয়ে অমিত দেবরায়কে আটক করা হয়৷ তার হেপাজতে থাকা ব্যাগে তল্লাসি চালিয়ে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ সঙ্গে সঙ্গেই তাকে আর কে পুর থানায় নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে মামলা রুজু করে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলিশ জানার চেষ্টা করছে এই গাঁজা পাচারের সাথে আর কে কে জড়িত রয়েছে৷ তাছাড়া কোথা থেকে এই গাঁজা সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ এদিকে জানা গিয়েছে ধৃত অমিত দেবরায় এইচডিএফসি লাইফ ইন্সুরেন্সের এজেন্ট৷