গন্ডাছড়া, ১৬ মার্চ : পাগলা কুকুরের তান্ডবে অতিষ্ট মানুষ। রবিবার সাতসকালে পাগলা কুকুরে খুবলে নিল এক শিশুর গালের মাংস। গুরতর আহত ওই শিশুর চিকিৎসা চলছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। ওই পাগলা কুকুরের আতঙ্কে ভুগছে সংশ্লিষ্ট এলাকার মানুষ।
জানা গিয়েছে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশকার্ডের বাসিন্দা সুশীল দাসের সাড়ে তিন বছরের শিশু পুত্র খেলা করছিল উঠানে। এমন সময় একটি পাগলা কুকুর এসে শিশুটির উপর ঝাপ্টে পড়ে এবং মুখের চোখ সহ বাঁ দিকের গালে কামড়ে ধরে শিশুটিকে ঝাকুনি দিতে থাকে। শিশুটির চিৎকারে ঘর থেকে অন্যান্যরা বেরিয়ে এসে ওই পাগলা কুকুরের হাত থেকে শিশুটিকে রক্ষা করে। শিশুটির মুখের বাঁ দিকের গালের মাংস খুবলে নিয়েছিল ওই পাগল কুকুরটি। ওই পাগল কুকুরটি এতই হিংস্র হয়ে উঠেছিল যে কামড়ে ওই শিশুটির মুখের দুইটি দাঁতও খসে পড়েছিল। সঙ্গে সঙ্গেই কুকুরের কামড়ে গুরতর আহত সাড়ে তিন বছরের শিশুটিকে আনা হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার এবং শনিবার আরো দুইজন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।