চুরি যাওয়া বাইক সহ চোর গ্রেফতার সাব্রুমে

সাব্রুম, ১৩ মার্চ : চুরি যাওয়া বাইক সহ চোরকে আটক করল পুলিশ৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে৷ ধৃত চোরের নাম রাহুল মগ৷ পুলিশ উদ্ধার হওয়া বাইকটি মালিকের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে৷ বাইক ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন বাইকের মালিক রঞ্জিত কুর্মি৷

জানা গিয়েছে, মঙ্গলবার সাব্রুম হাসপাতালের সামনে থেকে রঞ্জিত কুর্মির বাইকটি চুরি হয়েছিল৷ ঘটনার বিষয়ে বাইকের মালিক সাথে সাথেই সাব্রুম থানার পুলিশকে জানান৷ পুলিশ তদন্ত শুরু করে৷ বুধবার রাতে জেলার মনুবাজার থানার অধীন চালিতাছড়ি এলাকায় বাইক সহ চোর রাহুল মগকে আটক করে পুলিশ৷ পরে সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয় বাইক সহ চোরকে৷ খবর দেওয়া হয় বাইকের মালিক রঞ্জিত কুর্মিকে৷ তিনি থানায় গিয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন৷ এদিকে সাব্রুম থানার পুলিশ একটি মামলা নিয়ে বাইক চোর রাহুল মগকে আদালতে সোপর্দ করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?