খোয়াই, ১৩ মার্চ : খোয়াই জেলার কল্যাণপুর থানার পুলিশকে ঘুমে রেখে মদ বিরোধী অভিযানে সফলতা অর্জন করল আবগারি বিভাগ। বৃহস্পতিবার কল্যাণপুরের দয়াময় হোটেলে অভিযান সংঘটিত করে প্রচুর পরিমাণে দেশি এবং বিলেতি মদ উদ্ধার করেন আপগারি দপ্তরের কর্মীরা।
আবগারি দপ্তরের আধিকারিক সঞ্জয় দাস জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে কল্যাণপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত দয়াময় হোটেলে অভিযান সংঘটিত করা হয়। যদিও এই অভিযান চলাকালীন সংশ্লিষ্ট হোটেলের মালিক সুনীল গোপ হোটেলে ছিলেন না। তবে তার স্ত্রীর উপস্থিতিতে আবগারি দপ্তরের কর্মীরা অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণে মদ উদ্ধার করতে সক্ষম হয়। এভাবে হোটেলের ব্যানারে অবৈধভাবে মদের ব্যবসা প্রকাশ্যে আশায় কল্যাণপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।