কদমতলা, ১৩ মার্চ : পাচারকালে কাঠ বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলার পালপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ চালক সহ পাচারকারিরা দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে বন দপ্তরের কর্মীরা পৌঁছেন দুর্ঘটনাস্থলে৷
জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এবং চুড়াইবাড়ি এলাকায় প্রতিদিন প্রচুর পরিমানে কাঠ চোরাচালান করা হয়৷ মহকুমার বন দপ্তরের কর্মীরা অবশ্য পেট্রোলিং করেন৷ কিন্তু, তাতে সাফল্য তেমন আসে না৷ বৃহস্পতিবারও বন দপ্তরের কর্মীরা পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন৷ কাঠ পাচারকারিরা কোন একটি সূত্র মারফত জানতে পারে যে বন দপ্তরের কর্মীরা পেট্রোলিংয়ে বেরিয়েছেন৷ তাই কাঠ পাচারকারিরা কদমতলার পালপাড়া এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু, পথে দুর্ঘটনাগ্রস্ত হয় কাঠ বোঝাই বোলেরো গাড়ি৷
খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছেন৷ গাড়ি এবং কাঠ পড়ে রয়েছে কিন্তু, চালক ও পাচাকারিরা দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ বন দপ্তরের কর্মীরা টিআর-০২-এল-১৭৯৮ নম্বরের বোলেরো গাড়িটি আটক করেছেন৷ সেই সাথে একশ সিএফটি পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করেছেন৷ বন দপ্তরের আধিকারিকরা গাড়ির মালিকের সন্ধানে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন৷