তেলিয়ামুড়া, ১২ মার্চ : আবারো অসম-আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত গাড়ি চালক সহ দু’জন। বাইক থেকে লাফিয়ে অল্পেতে প্রাণ রক্ষা করলেন বাইক চালক। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বুধবার দুপুরে।
জানা গিয়েছে, কিছুদিন পূর্বে অসম-আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ হয়েছিল। সড়কটি বেহাল অবস্থায় রেখে দেয় ঠিকাদারী সংস্থা। ফলে লরি সহ অন্যান্য যানবাহন চালকরা খুবই অসুবিধা মধ্যে দিয়ে যানবাহন নিয়ে আসা-যাওয়া করছেন। বুধবার তেলিয়ামুড়া থেকে একটি বোলেরো গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। সড়কের বেহাল অবস্থায় বোলোরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছড়াতে পড়ে যায় সামনে থাকা বাইক নিয়ে। গাড়িটির সামনে এক বাইক চালক বাইক নিয়ে যাচ্ছিলেন। বাইক চালক গাড়িটির গতিবিধি লক্ষ্য করে বাইক থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন।
দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক বিনয় দাসকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বাইক চালক অল্প বিস্তর আহত হন। তবে এলাকাবাসী সহ যানবাহন চালকদের দাবি করইলং এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার করা হোক।