আগরতলা, ১২ মার্চ: ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির নতুন ভবনের উদ্বোধন হল বুধবার। এর উদ্বোধন করেন রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। উপস্থিত ছিলেন ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি’র চেয়ারম্যান তাপস দাস সহ অন্যান্য আধিকারিকরা।
নতুন বাড়িতে স্থানান্তরিত হল ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির কার্যালয়। রাজধানীর জগন্নাথবাড়ি রোডস্থিত আগরতলা প্রেসক্লাবের বিপরীতে ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির’র নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে। বুধবার এর উদ্বোধন করেন রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির চেয়ারম্যান তাপস দাস, দুই সদস্য সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন কার্যালয়ের উদ্বোধন করে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং বলেন, ২০১৯ সাল থেকে রাজ্যে কাজ করে চলছে ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি। এখন থেকে এই ভবন থেকে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করবে ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি। রাজ্যের কেউ যদি কোন ফ্লাট বা বাড়িঘর ক্রয় করতে চান তবে সংশ্লিষ্ট ফ্ল্যাট বা বাড়িটি সরকারি নিয়ম মেনে নির্মাণ হয়েছে কিনা সংশ্লিষ্ট বিষয়ে সমস্ত তথ্য প্রদান করবে ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি। সচিব অভিষেক সিং আরো জানান, রাজ্যে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নে ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন নগর উন্নয়ন দপ্তরের সচিব জানান, রিয়েল এস্টেট নিয়ে জনগণের যেকোনো ধরনের অভিযোগ ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটি গ্রহণ করে পদক্ষেপ গ্রহণ করবে। রাজ্যের বিল্ডার্সদের ত্রিপুরা রিয়েল এস্টেট অথরিটির নির্দেশিকা পালন করার জন্য আহ্বান জানান তিনি।