মায়ের রহস্যজনকভাবে মৃত্যু ছেলের বিয়ের দিন

তেলিয়ামুড়া, ১২ মার্চ : ছেলের বিয়ের দিন মায়ের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জেলার তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায়৷ মৃতার নাম হেমলতা দাস৷ বয়স চল্লিশ বছর৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

মৃতার স্বামী মণিন্দ্র দাস জানিয়েছেন, তাঁদের দুটি বাড়ি৷ এক বাড়িতে স্বামী ও স্ত্রী থাকেন৷ আরেকটি বাড়িতে দুই ছেলে থাকেন৷ বুধবার এক ছেলের বিয়ে ছিল৷ এদিন দুপুরে ছেলের বিয়ে উপলক্ষে মণিন্দ্র দাস ছেলের বাড়িতেই ছিলেন৷ বাড়িতে ফিরে দেখেন স্ত্রী হেমলতা দাস অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন৷ কালবিলম্ব না করে তিনি প্রতিবেশীদের সহায়তা নিয়ে হেমলতাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷

হাসপাতালে নিয়ে গেলে হেমলতাকে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ কিভাবে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট করে বলতে পারছে না চিকিৎসকরা৷ পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে অবহিত করে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য৷ পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ৷ তবে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, হেমলতা দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?