আগরতলা, ১১ মার্চ : আগরতলা রেল স্টেশনে বিস্তর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ৷ উদ্ধার হওয়া নেশা সামগ্রীর কালোবাজারী মূল্য আনুমানিক পৌণে দুই লক্ষ টাকা৷ মঙ্গলবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানিয়েছেন৷
তিনি আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে আসা ট্রেনটি আগরতলা স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ তল্লাসি চালায়৷ তল্লাসিতে ৩৫০ বোতল এসকফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়৷ এসকফ সিরাপের বোতলগুলি একটি বস্তার মধ্যে রাখা ছিল৷ তবে এগুলির দাবিদার পাওয়া যায়নি৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ সূত্রের দাবি বহিঃরাজ্য থেকে এই নেশা সামগ্রী এখানে আনা হয়েছিল৷ পাচারকারিরা পুলিশের টহলদারি দেখতে পেয়ে গা ঢাকা দিয়েছে৷