আগরতলা, ১০ মার্চ : ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলের সাউথ জোনের কার্যালয় সরিয়ে না নেওয়ার দাবিতে কর্মচারীদের তালাবন্দী করে প্রতিবাদ জানাল এলাকাবাসী। ঘটনা রাজধানীর কবিরাজ টিলা স্পোর্টস স্কুল রোড এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়ায়।
কবিরাজ টিলা এলাকায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোনের অফিস রয়েছে। এই অফিস থেকে গত ছয় থেকে সাত বছর ধরে গ্রাহকদের বিভিন্ন পরিসেবা প্রদান করা হচ্ছিল। সোমবার হঠাৎ করে কর্তৃপক্ষ অফিসটি কৃষ্ণনগর এলাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে কবিরাজটিলা এলাকার গ্রাহকরা অফিসে সমবেত হন। তারা সংশ্লিষ্ট অফিসটি সরিয়ে না নেওয়ার দাবিতে কর্মচারীদের অফিসে তালাবন্দী করে রাখেন।
এদিন বিক্ষোভ প্রদর্শনে সামিল এক মহিলা গ্রাহক জানান, ৬/৭ বছর ধরে এই অফিস থেকে তারা পরিষেবা পেয়ে আসছিলেন। আপদ বিপদে কর্মীরা গ্রাহকদের সহযোগিতা করে আসছিলেন। এই পরিস্থিতিতে বর্তমানে অফিসটি কৃষ্ণনগরে সরিয়ে নেওয়া হলে গ্রাহকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তাই ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের এর এই সাউথ জোনের অফিসটি সংশ্লিষ্ট স্থানেই বহাল রাখার দাবিতে তারা বিক্ষোভের সামিল হয়েছেন বলে জানান তিনি।
এই ঘটনায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোনের এক কর্মী জানান, উর্ধতন কর্তৃপক্ষ অফিসটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা জিনিসপত্র কৃষ্ণনগর অফিসে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আর এই খবর জানতে পেরে এলাকাবাসী তাদের তালাবন্দী করে রাখেন। তিনি জানান, সাউথ জোনের এই অফিস থেকে ইন্ডাস্ট্রি ,কমার্শিয়াল এবং ডোমেস্টিক মিলিয়ে প্রায় ৪০ হাজার গ্রাহকের পরিষেবা প্রদান করা হয়। কি কারণে অফিসটি সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ের তারা জানেন না। তিনি আরো জানান, গোটা বিষয়টি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। ম্যানেজমেন্ট তাদের কি নির্দেশ দেয় সেই অপেক্ষায় রয়েছেন তারা।
এদিন এই ঘটনাকে কেন্দ্র করে অফিস প্রাঙ্গনে উত্তেজনা ছড়ায়। অফিস এখানে রাখা না হলে এলাকাবাসী আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করবেন বলের হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করে সেই অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।