বেসরকারি তদন্ত সংস্থার আত্মপ্রকাশ হল ত্রিপুরায়

আগরতলা, ১০ মার্চ : ত্রিপুরায় প্রথমবারের মত বেসরকারিভাবে “সমাধান” নামে তদন্ত সলাপরামর্শকারী সংস্থার আনুষ্ঠানিক সুচনা হল সোমবার আগরতলার আইতরমা ভবনে। যে সব মানুষ কোন কিছুর আইনি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করতে চায় সেই বিষয়ে সহযোগিতা করবে এই সংস্থা। এই সংস্থা পরিচালনা করছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী সহ ৭ জনের একটি ল ফার্ম। শুধু তাই নয় এই সংস্থা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি প্রদানেরও কাজ করবে বলে জানান সুব্রত চক্রবর্তী।

যে সব নাগরিকরা তাদের পারিবারিক সমস্যা পুলিশকে না জানিয়ে সমাধান করতে চায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে এই সমাধান কেন্দ্র। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী বলেন “আমাদের উদ্দেশ্য হল মানুষের আইনি সমস্যা সমাধানে সহযোগিতা করা, যাতে তারা প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনার জন্য আমাদের কাছে আসতে পারেন। এছাড়া, আমরা চাই সমাজে শান্তি বজায় রাখতে ও সমস্যা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে। আমাদের কাছে আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সংকটজনক পরিস্থিতিতে দক্ষতার সাথে ব্যবস্থা গ্রহণের একটি পরিকল্পনা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে, অনেক মানুষ তাদের সমস্যার জন্য পুলিশি সাহায্যের দিকে না গিয়ে প্রাথমিকভাবে আলোচনা ও সমাধানের চেষ্টা করতে চান। এই সমাধান কেন্দ্র এভাবেই জনগণের কাছে এক নতুন আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি পরিষেবার প্রতি আগ্রহ তৈরি করবে। আমরা ইতিমধ্যে কিছু ট্রেনিং ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছি। যাতে সাধারণ জনগণ আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবগত হতে পারে। আশা করছি আমাদের এই পদক্ষেপ রাজ্যে আইনগত সহায়তা ও সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দেবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?