জেল পুলিশের ইনস্পেকটর জেনারেলকে ডেপুটেশন নিয়োগের দাবিতে

আগরতলা, ১০ মার্চ : অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে চাকরি দিন, নতুবা বিষ দিন -চাকরি নিয়ে বেকারদের সাথে এই ধরনের খেলা আর সহ্য হচ্ছে না। সোমবার আগরতলায় কারা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল এর সাথে দেখা করে এমনই ক্ষোভ ব্যক্ত করলেন ২০২২ সালের জেল পুলিশের চাকরিপ্রার্থীরা।

২০২২ সালে জেল পুলিশে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে ত্রিপুরা সরকার।সেই মত বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তি অনুসারে জেল পুলিশে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়। কিন্তু এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না কারা দপ্তর। পাশাপাশি কোন এক অজ্ঞাত কারণে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করছে না সরকার।

এদিকে চাকরির দাবিতে বেকাররা কিছুদিন পর পর কারা দপ্তরের ইনস্পেকটর জেনারেল এর সাথে মিলিত হয়ে চাকরির দাবি জানাচ্ছেন। সোমবারও জেল পুলিশের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা কারা দপ্তরের ইনস্পেকটর জেনারেল এর কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের অভিযোগ, চার বছর হয়ে গেছে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার রয়েছে। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চার বছর সময় লাগার কথা নয়। এদিন চাকরিপ্রার্থীদের একজন জানান, গোটা বিষয়টি নিয়ে বেকারদের সাথে খেলা হচ্ছে বলে মনে করছেন তিনি। উদ্বেগের সাথে তিনি আরো জানান, সরকার চাকরি দিক নতুবা আমাদের বিষ দিক। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না বলে জানান তিনি।

এদিন চাকরি পার্থীরা জেল পুলিশের ইনস্পেকটর জেনারেল এর নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। উল্লেখ্য, এসটিজিটির মতই জেল পুলিশে নিয়োগের ক্ষেত্রেও প্রশাসন দীর্ঘ সময় অতিবাহিত করছে। বিষয়গুলি নিয়ে বিভিন্ন মহলে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?