আগরতলা, ৮ মার্চ : ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করল কংগ্রেস। অভিযোগ, ত্রিপুরার উন্নয়নের চেয়ে ব্যক্তিগত আর্থিক লাভকে অগ্রাধিকার দিচ্ছেন বিজেপি নেতারা।শনিবার আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরার ইনচার্জ তথা সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা দাবি করেন যে বিজেপি শাসনামলে বেকারের সংখ্যা বেড়েছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, যার ফলে অপরাধ বৃদ্ধি পেয়েছে।
সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা অভিযোগ করে বলেন, ত্রিপুরার বিজেপি নেতারা উন্নয়নের কথা বলেন কিন্তু বাস্তবে কেবল তাদের নিজস্ব ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর দিকে মনোনিবেশ করেন। তিনি তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ভূমি মাফিয়া, লেনদেন এবং মাদক পাচারের মতো অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগ করেন।
কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন যে বিজেপি সরকার টেন্ডারগুলি এমনভাবে কারসাজি করে যাতে স্থানীয় ঠিকাদাররা অংশগ্রহণ করতে না পারেন। যার ফলে রাজ্যের বাইরের সংস্থাগুলি বড় প্রকল্পগুলি পায় এবং বিজেপি নেতারা মোটা কমিশন পান। ফলস্বরূপ, রাস্তা মেরামত, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পানীয় জল সরবরাহ সহ গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পগুলি মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল রায়, বিধায়ক বীরজিৎ সিনহা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। নেতারা ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে বলেন তারা ব্যাপক দুর্নীতি, অপশাসন এবং প্রশাসনিক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।