কুমারঘাট, ৮ মার্চ : ঊনকোটি জেলার ফটিকরায়ের আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হবে জাতীয় যুব সংসদ। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুব্রত শর্মা।
বিকশিত ভারতের এক দেশ এক নির্বাচনকে প্রাধান্য দিয়ে ১৮ এবং ১৯ মার্চ ফটিকরায়ের আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হবে এই জাতীয় যুব সংসদ। এনিয়ে কলেজের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি জানান, দেশের ৩০০ টি জেলার মধ্যে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় কলেজ, পশ্চিম জেলার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ জেলার বিলোনিয়ায় হবে এই যুব সংসদ। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অর্থানুকুল্যে হবে এই যুব সংসদ। মোট তিনটি পর্যায়ে যুব সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এনিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানান ফটিকরায়ের আম্বেদকর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।