সাব্রুম, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজার থানার উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, মনুবাজার থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা, এলাকার প্রধান মনীষা নম:, উপপ্রধান পার্থ চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নারীদের অধিকার, আইন এবং নারী নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অতিথিরা বিস্তারিত বক্তব্য রাখেন। জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, “নারীর ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। নারীরা শুধু পরিবার নয়, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তাঁর বক্তব্যে নারী নিরাপত্তা, আইনি সহায়তা এবং পুলিশের ভূমিকা সম্পর্কে বিশদে আলোচনা করেন। তিনি নারীদের প্রতি যে কোন অন্যায় বা সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মনুবাজার থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা জানান, “নারী নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে পুলিশ সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।”
অনুষ্ঠানটি স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে।অনুষ্ঠানে এলাকার নারীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন বিষয়ে অতিথিদের সঙ্গে আলোচনা করেন এবং নারী অধিকার ও সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হন।