উদয়পুর, ৮ মার্চ : উদয়পুর পুর পরিষদের উদ্যেগে শনিবারে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। উদয়পুর পুর পরিষদের অফিস সংলগ্ন শিশু পার্কে অনুষ্ঠিত নারী দিবসে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, ডেপুটি সিইও জেফলো দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সিডিপিও রীনা চক্রবর্তী ও নূপুর নন্দী। উপস্থিত প্রত্যেকেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
প্রত্যেকেই আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আমরা সবাই নারী আর আমরা সব পারি। নারীরা সমাজের পুরুষদের সঙ্গে সমান ভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর জন্য আজ নারীরা সন্মানের সঙ্গে কাজ করে চলছে। ৩৩ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে। এটা সম্ভব হয়েছে রাজ্যে একটা জনকল্যাণমুখী সরকার আছে বলে। আগামী দিনেও নারীরা সমাজের জন্য সবার সঙ্গে তালমিলিয়ে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। বিভিন্ন কাজের জন্য নারীরাদের সন্মান জানানো হয়। সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যেগে উদয়পুর শহরে নারীদের নিয়ে অনুষ্ঠিত হয় রেলি।