বিলোনিয়া, ৮ মার্চ : বিএমএসের জলছত্র তছনছ করে দেওয়ার অভিযোগ। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়।বিএমএসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ বিরোধী দলের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।
শুক্রবার রাতে নাকি বিরোধী দলের দুষ্কৃতিকারীরা তাদের নির্মিত জলছত্র ভেঙ্গে, জলছত্রে লাগানো প্রায় ১৫০০ টাকার গেরুয়া কাপড় খুলে নিয়ে যায়। তীব্র নিন্দা জানান বিএমএসের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদার। পাশাপাশি জলছত্র ভাঙচুরের ঘটনা নিয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করবে বলেও জানান সংগঠনের নেতৃত্বরা। ২৫ শে ফেব্রুয়ারি থেকে ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে এই জলছত্র খোলা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ অভিভাবকদের জন্য। বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এই জলছত্র খোলা হয়। এই জলছত্র থেকে জল পান সহ অভিভাবকদের জন্য বসার ব্যাবস্থা করেছে বিএমএসের পক্ষ থেকে। কিন্তু শুক্রবার রাতে কে বা কারা এই জলছত্রে তান্ডব চালিয়ে গেরুয়া কাপড় খুলে নিয়ে যায় বলে অভিযোগ।