গন্ডাছড়া, ৭ মার্চ : মানসিক অবসাদে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক যুবক। ওই যুবকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদার পাড়ায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, চৌকিদার পাড়ার বাসিন্দা বলেন্দ্র ত্রিপুরার বিবাহিত ছেলে হেমেন্দ্র ত্রিপুরা। বয়স আনুমানিক আটত্রিশ। হেমেন্দ্র দিনমজুরী করে সংসার প্রতিপালন করতেন। কিছুদিন যাবৎ হেমেন্দ্র ত্রিপুরা মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার পরিজনদের সঙ্গে বেশী কথা বলতেন না। বৃহস্পতিবার বিকেল নাগাদ হেমেন্দ্রকে বাড়ির পাশের কালী মন্দিরে ধুপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতেও দেখেছেন অনেকে। বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেন হেমেন্দ্র ত্রিপুরা।
শুক্রবার সকালে বাড়ির অন্যান্যদের নজরে আসে ঘটনাটি। সংবাদ পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।