উদয়পুর, ৭ মার্চ : গোমতী জেলার উদয়পুরে স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে টেপানিয়া আর ডি ব্লকের অধীন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত হয় রেলি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার এই রেলির আয়োজন করা হয়। ৮ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছো।
এদিনের রেলিতে উপস্থিত ছিলেন মহিলা ক্লাস্টার স্তরের ফেডারেশনের সভানেত্রী পিংকি রায় মন্ডল, সম্পাদিকা আয়েশা খাতুন, বিএমসি ইনচার্জ পার্বতী দেবনাথ সহ আরও অনেকে। সভানেত্রী পিংকি রায় মন্ডল বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা, নারী নির্যাতন বন্ধে সচেতন করার উদ্যোগ নিতে হবে। প্রতিটি মহিলাকে স্বনির্ভর হতে হবে। পাশাপাশি, গ্রামীণ এলাকার নাগরিকদের শিক্ষিত করতে হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ রোধ করতে হবে। বর্তমান সময়ে মহিলা এবং শিশুদের সামাজিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করতে হবে।