বিশালগড়, ৭ মার্চ : অসমের দুই যুবককে অপহরণ করে ত্রিপুরায় এনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেফতার সিপাহীজলা জেলার সোনামুড়ার কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া।
বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চড়িলাম বাজার থেকে টিআর০৭এফ০৫২৪ নম্বরের বিলাসবহুল গাড়ি সহ গ্রেফতার দুই অভিযুক্ত। বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করে। এই ঘটনার মূল অভিযুক্ত সোনামুড়ার কালাবাড়ি পঞ্চায়েতের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম।
জানা গিয়েছে, ৮ ফেব্রুয়ারি অসমের পাথারকান্দি এলাকার আসিম গঞ্জের সোনাতুলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিনকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সোনামুড়ার কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম অপহরণ করে। মুক্তিপণ বাবদ দুই যুবকের পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে। কোনরকম ভাবে জায়গা জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা অনলাইনে অভিযুক্তদের একাউন্টে ট্রান্সফার করা হয়। তাতেও তাদের মুক্তিপণ পূর্ণ হয়নি। পরবর্তী সময়ে আলাল উদ্দিন ও ফয়েজ আহমেদের পরিবারের লোকজন সিপাহীজলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়।
বৃহস্পতিবার রাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চড়িলাম বাজারে পুলিশের হাতে গ্রেফতার হয় বিলাসবহুল গাড়ি সহ সোনামুড়ার কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া। অভিযুক্তদের গ্রেফতার করা হলেও অপহৃত দুই যুবককে উদ্ধার করতে পারিনি পুলিশ। জানা যায় ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিন পেশায় গাড়ি চালক।