আগরতলা, ৭ মার্চ।। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিশনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ১০ জন মহিলাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া সমাজে মহিলাদের তাদের অধিকার সম্বন্ধে সচেতন করার অবদান স্বরূপ কমিশনের ২ জন প্রাক্তন চেয়ারপার্সন ও ২ জন প্রাক্তন ভাইস চেয়ারপার্সনকে সম্মাননা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, এবছর আন্তর্জাতিক নারী দিবসের মূল থিম হলো ‘বাল্য বিবাহ রোধ করা’। এই উপলক্ষে কমিশন ৭ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবে। তিনি বলেন, নারীদের যথাযথভাবে সম্মান জানালে সমাজ, রাজ্য ও দেশ এগিয়ে যাবে। কোন নারীকে যাতে অত্যাচারিত, নির্যাতিত ও নিপিড়িত হতে না হয় তারজন্য আমাদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের সদস্য সচিব মাধব পাল। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্যাগণ এবং আইন আধিকারিক দেবস্মিতা চক্রবর্তী।
অনুষ্ঠানে ইটভাটা শ্রমিক গীতা চৌহান, পরিচারিকা রেখা সরকার, বাঁশবেত শিল্পী রূপালী সরকার, অটোচালক রূপা সূত্রধর, দর্জি মনসা রায়, মাছ বিক্রেতা কল্পনা ভৌমিক, পোল্ট্রি ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনকারী সবিতা সিনহা, দর্জি ববি পাল সাহা, সবজি বিক্রেতা করুণা দাস ও দুধ বিক্রেতা সফিয়া খাতুনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদেরকে শাল চাদর ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মহিলা কমিশনের চেয়ারপার্সন সহ অতিথিগণ তাদের হাতে এই স্মারক উপহার তুলে দেন।