আইজিএম হাসপাতালে জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ রাজীব

আগরতলা, ৭ মার্চ : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা দেশের সব সাংসদদের শুক্রবার বিভিন্ন জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করে খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ মোতাবেক শুক্রবার আগরতলায় আইজিএম হাসপাতালে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র পরিদর্শনে যান রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।পরিদর্শনকালে সাংসদের সাথে ছিলেন হাসপাতালের সুপার, ডেপুটি সুপার সহ অন্যান্যরা।

আইজিএম হাসপাতালের জন ঔষধি কেন্দ্রটির বিস্তারিত খোঁজখবর নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন তিনি জানান, ২০১৪ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন ঔষধি কেন্দ্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর ফলে গত ১১ বছরে দেশের ৭৬৮ টি জেলাতে মোট ১৫ হাজার জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ত্রিপুরায় দশটি জন ঔষধি কেন্দ্র রয়েছে। তিনি আরো জানান, রাজ্যের এই দশটি জন ঔষধ কেন্দ্রের মধ্যে আইজিএম হাসপাতালের কেন্দ্রটি ব্যবসার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে। এই কেন্দ্রটি থেকে মানুষ পরিষেবা পাচ্ছেন। সাংসদ আরো জানান, জন ঔষধি কেন্দ্রগুলির প্রচার এবং প্রসার নিয়ে প্রয়োজনে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি সভাপতির রাজ্য সফরকালে তাঁর সাথে কথা বলবেন।

প্রসঙ্গত, আইজিএম হাসপাতালের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রটি পরিচালনা করছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড। এদিন আইজিএম হাসপাতাল সফরকালে সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সাথেও কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?