বিলোনিয়া, ৭ মার্চ : সাউথ ত্রিপুরা ইয়ুথ ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয় শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার। সাথে ছিলেন দক্ষিণ জেলা শাসক স্মিতা মল, বিলোনিয়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শিখা নাথ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে ফোরাম সদস্য সুমন পাল, পাভেল দাস, শাশ্বতী আচার্য্য বিগত দিনে ফোরামের নানান সামাজিক কর্মকাণ্ড সহ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অনুপ্রেরণা এবং বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন৷ অনুষ্ঠানের উদ্বোধক বিধায়িকা স্বপ্না মজুমদার ফোরাম কর্মকর্তাদের এই আয়োজনের প্রশংসা করেছেন এবং নারীদের সমাজের সকল ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শাসক ও সমাহর্তা স্মিতা মল নারী ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন৷ এই অনুষ্ঠানে শিক্ষকতা, আইনসেবা, সেল্ফহেল্ফ গ্রুপ, চিকিৎসা, প্রকৌশলী, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানান কর্মকান্ডে নিযুক্ত ৩৫ জন নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে৷