আগরতলা, ৬ মার্চ : পাঁচ কোটি টাকার ইয়াবা টেবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এনডিপিএস আইনে মামলা রুজু করে ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর চান্দীনী মুড়ার মোহাম্মদ বাবুল মিয়ার বাড়িতে তল্লাশি করে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য পাঁচ কোটি টাকা। গ্রেফতার করা হয় মোহাম্মদ বাবুল মিয়াকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলে বিশালগড়ের সিপম হোসেন ও সঞ্জয় মিয়া। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।