কদমতলা, ৬ মার্চ : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হল উত্তর জেলার কদমতলার চন্দ্রকলা হলে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের সদস্য রত্না কর দেবনাথ, কদমতলা ব্লকের ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, সমাজসেবী রুপালী অধিকারী প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এনজিও এবং সামাজিক সংস্থার মহিলারা উপস্থিত ছিলেন।