আমবাসা, ৬ মার্চ : গত বছর ডিসেম্বরে মুখ্য সচিবদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিটি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের জন্য একটি রূপরেখা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় প্রশাসনিক আধিকারিকদের কাছে এই সম্মেলনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করবার জন্য কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় ধলাই জেলার আমবাসা টাউন হলে।
ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলার প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায়ন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি ডারলং, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, নগর ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের সচিব ডঃ কে শশী কুমার, ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ, ঊনকোটি জেলার জেলা শাসক ডি কে চাকমা এবং উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন সহ প্রতিটি জেলার অন্তর্গত মহকুমার মহকুমা শাসক, চার জেলার প্রতিটি ব্লকের বিডিও থেকে শুরু করে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
আজকের এই কর্মশালার মধ্য দিয়ে মুখ্য সচিবদের সম্মেলনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময় কি রূপরেখা তৈরি করা যায় সে বিষয়ে প্রত্যেককে অবগত করা হয়। ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ জানান, প্রধানমন্ত্রী সেই সম্মেলন আহ্বান করেছিলেন। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলি প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার জন্যই এই ধরনের কর্মশালাগুলি করা হচ্ছে। বিশেষ করে বিকশিত ভারতের ক্ষেত্রে বিভিন্ন কাজের রূপরেখা কি হওয়া উচিত সে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।