চাকরি দেওয়ার নামে টাকা আদায়, গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী

আগরতলা, ৪ মার্চ : ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যলায়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে বহু প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ব্যক্তি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কন্টিজেন্সি কর্মচারী৷ তার নাম সুকান্ত চৌধুরী৷ মঙ্গলবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে আমতলি থানার পুলিশ৷

আমতলি থানার ওসি জানিয়েছেন, সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়৷ ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সুকান্ত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে৷ সোমবার রাতেই তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করার জন্য ধৃত সুকান্ত চৌধুরীকে রিমান্ডে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে৷

থানার ওসি আরও জানিয়েছেন, সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিছু লোক নিয়োগ করা হয়৷ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে অভিযুক্ত সুকান্ত চৌধুরী৷ তার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানার জন্যই রিমান্ডের আবেদন জানানো হয়েছে আদালতে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?