ধর্মনগরে সিরিজে চুরি, গ্রেফতার অসমের দুই যুবক

ধর্মনগর, ৪ মার্চ : ধর্মনগর থানার পুলিশ দুই চোরকে গ্রেফতার করেছে৷ তাদের বাড়ি অসমের পাথারকান্দিতে৷ ধৃতরা হল জামির উদ্দিন এবং আব্দুল বাছিত৷ ধৃতরা ধর্মনগেরর বিভিন্ন জায়গায় সম্প্রতিকালে যেসব চুরির ঘটনা ঘটেছে সেগুলির সাথে সরাসরি যুক্ত বলে জানিয়েছে পুলিশ৷

ধর্মনগর থানা সূত্রে জানা গিয়েছে, ভাগ্যপুর এলাকায় এক বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটে৷ এর পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক ধর্মনগর থানায় মামলা দায়ের করেন৷ মামলা নিয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে৷ কিছুক্ষণের মধ্যেই ধর্মনগর রেল স্টেশন চত্বর থেকে পাথারাকন্দির জামির উদ্দিন এবং আব্দুল বাছিতকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে আটক করা হয়৷

থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ধৃতরা জানায় তারা ধর্মনগরে সম্প্রতি যেসব চুরির ঘটনা ঘটেছে সেগুলির সাথে সরাসরি জড়িত৷ পুলিশ তাদের কাছ থেকে নগদ ৬,৭৪০ টাকা, দুটি স্মার্টফোন, কিছু সোনা ও রূপার গয়না বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ জানিয়েছে, তারা প্রায়ই ধর্মনগরে আসে এবং চুরি সংগঠিত করে রেলে করে অসমে চলে যায়৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?