কুমারঘাট, ৪ মার্চ : বহুমুখী উন্নয়নের ফলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট পারফর্মার রাজ্য হিসেবে ত্রিপুরা উঠে এসেছে।আগামীদিনেও আমরা সকলের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করতে চাই। মঙ্গলবার ঊনকোটি জেলার চন্ডিপুর ব্লক কার্যালয়ের পাশের মাঠে জেলার জন্য ৩৭টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, হীরা মডেলের মধ্যে জাতীয় সড়ক, রেল যোগাযোগ ও এয়ারওয়েজের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এটা আগে কখনও ভাবা যায়নি। তিনি বলেন, সারা রাজ্যেই এখন উন্নয়নের জোয়ার বইছে। এটা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে বলেই। রাজ্যের আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার কথা চিন্তা করে সরকার কাজ করে বলেই শান্তি শৃঙ্খলা রাজ্যে বিরাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, উনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবম্বর আলি, উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।