বক্সনগর, ৪ মার্চ : বাংলাদেশের কুমিল্লার বিবির বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্ট এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ২০ গজ ভেতরে কেরানীনগর এলাকায় তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুরে কাশিপুর মিশন রোডের শান্তি কর্মকারের ছেলে শাওন কর্মকার (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায় এবং সন্দেহজনকভাবে সীমান্ত পেরোনোর সময় শাওন কর্মকারকে আটক করে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাহিদ পারভেজ জানান, অনুপ্রবেশের সময় শাওন কর্মকারের কাছ থেকে বেশ কিছু ভারতীয় নথিপত্র পাওয়া গেছে। তার সঙ্গে ছিল—১টি আধার কার্ড, ১টি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড, ১টি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লাসিক ভিসা কার্ড। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে বিজিবি তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে কোন বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কর্তৃপক্ষের মতে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম আরও বাড়ানো হবে। এদিকে, এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কী হবে এবং আটক ব্যক্তির বিষয়ে কোন কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে কিনা এই বিষয় নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।