গন্ডাছড়া, ৪ মার্চ : ধলাই জেলার গন্ডাছড়া বাজারে চোরের দৌরাত্ম্য। সোমবার রাতে বাজারের একটি দোকানে হানা দিল চোরের দল। বাজারে চুরির ঘটনা উত্তরোত্তর বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতই সোমবার রাত সাতটা নাগাদ বাজারের ব্যবসায়ী নজরুল হক দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার নজরুল হক এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। তড়িঘড়ি পার্শ্ববর্তী দোকানদারদের ডেকে এনে চুরির ঘটনাটি দেখান। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দোকান মালিক নজরুল হক জানান, নগদ প্রায় দশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে দাবি জানান বাজার এলাকায় রাত্রিকালীন টহলদারি জোরদার করার।