কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারি : শুক্রবার ভোরবেলা তেরো জন বাংলাদেশি নাগরিক সহ তিন ভারতীয় দালালকে ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত থেকে আটক করেছে বিএসএফ। পরবর্তিতে ধৃতদের আইনি প্রক্রিয়ার জন্য বিএসএফের তরফে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেষে ধৃত প্রত্যেকের আদালতের নির্দেশে ঠাঁই হয় জেল হাজতে।
ঊনকোটি জেলার কৈলাসহর থানার ওসি জানান, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সমরুরমুখ বিওপির ১৯৯ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানরা শ্রীরামপুর এলাকায় মনু নদীর পাকা ব্রীজের কাছ থেকে এক সাথে ১৬ জনকে আটক করে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের হাতে কোন বৈধ নথি ছিল না। ১৩ জন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এক বছরের এক শিশু পুত্র এবং পাঁচ বছরের তিন শিশু কন্যা সহ নয় বছরের এক কিশোরীও রয়েছে। বাকিরা প্রাপ্ত বয়স্ক। ধৃত তিন ভারতীয় দালালদের মধ্যে দুইজন ধলাই জেলার মনু ও আমবাসার বাসিন্দা এবং একজন অসমের শিলচরের বাসিন্দা বলে জানা গেছে।
কৈলাসহর থানার ওসি আরও জানান, ভারতীয় দালালদের মাধ্যমেই ১৩ জন বাংলাদেশি নাগরিক ত্রিপুরার কৈলাসহরের সমরুরমুখ এলাকায় প্রবেশের সুযোগ পায়। ধৃত বাংলাদেশি নাগরিকেরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তারা নাকি সে দেশের মৌলবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে নিজেদের ধর্ম রক্ষা সহ প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের জন্য এসেছে।