যুবাদের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। বিকশিত ভারত গড়তে যুবাদের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলতে হবে। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত বিষয়ে আরও বেশি করে আগ্রহী করে তুলতে হবে। তবেই বিজ্ঞান আরও জনপ্রিয় হয়ে উঠবে। আজ সুকান্ত একাডেমীতে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা ‘জাতীয় বিজ্ঞান দিবস-২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন। এবছর জাতীয় বিজ্ঞান দিবসের মূল থিম হলো- ‘বিজ্ঞান ও উদ্ভাবনী বিষয়ে বিকশিত ভারত গঠনে ভারতীয় যুবাদের বিশ্ব নেতৃত্বে ক্ষমতায়ণ’। অনুষ্ঠানের উদ্বোধন করে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বিজ্ঞানী ড. সি ভি রমন ১৯৩০ সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি তাঁর স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরকে সাধারণ জনগণের প্রয়োজনীয়তা বিবেচনা করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি বিষয়ক নিত্য নতুন বিজ্ঞান মডেল উপস্থাপন করতে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, প্রযুক্তি দিন দিন পরিবর্তন হচ্ছে। এর সাথে সামঞ্জস্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যুবাদের ক্ষমতায়ণে তাদের বিজ্ঞান শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া একটি দেশ ও জাতি এগিয়ে যেতে পারেনা। তাই অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক ও শিক্ষিকাগণকে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ড. কে শশীকুমার বলেন, বিকশিত ভারতের জন্য চাই বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। এলক্ষ্যে বর্তমান প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশিষ্ট বিজ্ঞানী ড. অবিনাশ চৌহান, এনআইটি’র অধ্যাপক মৃণাল কান্তি দেববর্মা এবং টেকনো কলেজ অব ইঞ্জিনীয়ারিং এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. শাওলী বর্ধন টেকনিক্যাল সেশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সুকান্ত একাডেমী প্রাঙ্গণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কারিগরি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই থিমের উপর বিভিন্ন বিজ্ঞান মডেল প্রদর্শন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সুকান্ত একাডেমী বিজ্ঞান, কলা ও সংস্কৃতি অডিটোরিয়ামের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ভবতোষ দত্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?