রেল লাইনে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জিরানিয়ায়

জিরানিয়া, ২৮ ফেব্রুয়ারি : রেল লাইনে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম জেলার জিরানিয়া রেল স্টেশন এলাকায়৷ মৃতার নাম ফুলকুমারী দেববর্মা (৫৫)৷ তাঁর বাড়ি জিরানিয়ার হরিজয় চৌধুরী পাড়ায়৷ পুলিশের প্রাথমিক ধারণা রেলে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় জনগণ শুক্রবার সকালে জিরানিয়ার বিনাপানি এলাকায় রেল লাইনে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে ওই মহিলার নাম ফুলকুমারী দেববর্মা৷ পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করার পর পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে ওই মহিলা কি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনা, এনিয়ে পুলিশ স্পষ্ট করে কিছু বলতে পারছে না৷ পরিবারের লোকজনও তেমন কোন তথ্য দিতে পারছেন না৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?