আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : মানুষের প্রয়োজনেই লেইক চৌমুহনী বাজারের এই অভিযান। বিষয়টিকে নিয়ে রাজনীতি না করাই ভাল বলে বিরোধীদের প্রতি এমনই রাজনৈতিক পাঠ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
রাজধানী আগরতলা শহরের অন্যতম পুরনো বাজার লেইক চৌমুহনী বাজারের অবৈধ দোকানপাটগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। প্রায় একশটির উপর অবৈধ দোকানপাট ভেঙ্গে ফেলা হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বিরোধী দল সিপিআইএমের সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবারই বিষয়টি নিয়ে আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অভিযান প্রসঙ্গে চুপ করে বসে নেই কংগ্রেসও। কংগ্রেসেরর বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য সরকার এবং পুর নিগমের সমালোচনা করেন।
শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে রাজনীতি না করাই ভালো বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
এদিকে লেইক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সরব হওয়ার প্রয়াস নিতে শুরু করেছে। শুক্রবার সংশ্লিষ্ট বাজার পরিদর্শন করেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।