উদয়পুর, ২৮ ফেব্রুয়ারি : গোমতী জেলার উদয়পুরে এইচডিএফসি ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কংগ্রেস কর্মী ও সমর্থকরা দাবি জানান অবিলম্বে এই ব্যাঙ্কের যে সমস্ত আমানতকারীরা রয়েছেন তাদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে।
গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, ২০০৩ সাল থেকে এই ব্যাঙ্কের বিরুদ্ধে টাকাপয়সা নয়ছয়ের অভিযোগ আসতে থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে আমানতকারীদের টাকা আত্মসাৎ করতে থাকে। যা গত দুই তিন মাস আগে ধরা পড়েছে। ইতিমধ্যে প্রায় ৮২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ধরা পড়লেও বেসরকারি মতে তা ২ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে ব্যাঙ্কের রিলেশন অফিসার অভিষেক সরকার ও রাধা কিশোর পুর থানার কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেফতার করা হলেও কেন ব্যাঙ্কের ম্যানেজার সুমন বিশ্বাসকে এখনো পুলিশ গ্রেফতার করেনি তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
গোমতী জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হয়েছে অবিলম্বে ব্যাঙ্কের ম্যানেজার সুমন বিশ্বাস সহ আরোও যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অবিলম্বে আমানতকারীদের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। নতুবা কংগ্রেস আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জানিয়েছেন।