শ্রম কমিশনারকে ১৩ দফা দাবিতে ডেপুটেশন দিল সিআইটিইউ

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : চা ও রাবার বাগানের জমি বেআইনী দখল বন্ধ করা, শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা এবং বাসস্থানের জায়গা দেওয়া সহ তের দফা দাবি আদায়ে আগরতলায় শ্রম দপ্তরের কমিশনারকে ডেপুটেশন দিল সিআইটিইউ৷ এই ডেপুটেশন উপলক্ষে সংগঠনের একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের অফিসের সামনে যায়৷ পরে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে দাবি সনদ তুলে দেয়৷

সিআইটিইউর এদিনের ডেপুটেশন সম্পর্কে প্রাক্তন সাংসদ তথা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বলেন, ত্রিপুরায় শ্রমজীবী অংশের মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে৷ বাগিচা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের অবস্থ্য অত্যন্ত করুণ৷ শ্রমিকদের প্রাপ্য মজুরী প্রদানে মালিক কর্তৃপক্ষ উদাসীন৷ অসহায় হয়ে পড়েছেন শ্রমিকরা৷ বিভিন্ন চা বাগানে শ্রমিকদের জন্য নেই বাসস্থানের ব্যবস্থা৷ এই অবস্থায় শ্রমিকদের পরিবার প্রতিপালন করার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হচ্ছে৷ নারায়ণ কর দাবি করেন, বাম জমনায় এমন পরিস্থিতি ছিল না৷ বর্তমান বিজেপি সরকারের আমলে শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি৷ সিআইটিইউ যেসব দাবিগুলি রেখেছে সেগুলি যেন দ্রুত পূরণ করা হয় সেজন্য শ্রম কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটেশনে অংশ নেওয়া প্রতিনিধিরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?