বক্সনগর, ২৮ ফেব্রুয়ারি : ত্রিপুরার সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কলমচৌড়ার পুটিয়া এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক৷ নিহতের নাম মোহম্মদ আলামিন৷ বর্তমানে ওই যুবকের মৃতদেহ বিশালগড় হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷
বিএসএফের দাবি ওই যুবক পাচারকারি৷ পাচারকালে তাকে বাধা দিলে নির্দেশ না মানায় বিএসএফ বাধ্য হয়ে গুলি চালায়৷ শুক্রবার সন্ধ্যারাতে এই ঘটনা৷ পরে বিএসএফ জওয়ানরা খবর দেয় পুলিশকে৷ মোহম্মদ আলামিনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ আগামীকাল বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হবে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে৷