তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারি : পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার অসম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ আন্দোলন সংগঠিত করলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা৷ জাতীয় সড়কের বড়মুড়ায় তারা অবরোধ আন্দোলন গড়ে তুলেন৷ আত্মসমপর্ণকারী জঙ্গিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অবরোধে শামিল হয়েছেন৷
আত্মসমপর্ণকারী জঙ্গিদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল এর ড্যানিয়েল গোষ্ঠীর এক সদস্য জানিয়েছেন, বহু আত্মসমপর্ণকরী জঙ্গি রয়েছেন যারা এখনো আত্মসমর্পণ চুক্তি মোতাবেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ অর্থনৈতিক কোন সাহায্য তাদের দেওয়া হয়নি৷ পাশাপাশি অনেকের নামেই এখনো মামলা চলছে৷ যদিও চুক্তি মোতাবেক মামলা প্রত্যাহারের কথা রয়েছে৷ ঘর-বাড়ি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা চুক্তিতে উল্লেখ থাকলেও তা বাস্তবায়িত করা হয়নি৷ তাই অবিলম্বে এই সব সমস্যা নিরসনের দাবিতে এদিন তারা সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷
জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর সংখ্যায় যানবাহন সেখানে আটকে পড়ে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ পুলিশ প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য৷