আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : মহিলাদের আর্থিক ক্ষমতায়ণ শুধুমাত্র ব্যক্তিগত প্রগতি নয়, তারা দেশ গঠনে, আর্থিক প্রবৃদ্ধি ও স্বনির্ভর সমাজ গঠনেও মুখ্য ভূমিকা পালন করেন। সোমবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলায় একটি হোটেলে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন।
রাজ্যপাল জানান, ভৌগোলিকভাবে পিছিয়ে থাকা আমাদের মতো অঞ্চলে আর্থিক স্বাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এধরণের অনুষ্ঠান আর্থিক স্বাক্ষরতা ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা দূর করতে সাহায্য করবে। মহিলাদের তাদের নিজ নিজ আর্থিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে এই উদ্যোগ সহায়ক হবে। নারীরা ব্যবসা-বাণিজ্য ও উদ্যোগ ক্ষেত্রে সাফল্যের নজির স্থাপন করেছেন। তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শুধু আর্থিক ক্ষেত্রে নয়, সামাজিক আন্দোলন ও সংস্কৃতি ক্ষেত্রেও প্রমাণ করেছেন বলে অভিমত ব্যাক্ত করেন রাজ্যপাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আগরতলা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডর, ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের অতিরিক্ত সচিব রাখী বিশ্বাস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং প্রমুখ।