বক্সনগর, ২৪ ফেব্রুয়ারি।। বক্সনগর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে আসা একটি টাটা জেস্ট প্রাইভেট গাড়ি (নম্বর: TR07B0580) সামনে থাকা একটি অটোরিক্সাকে (নম্বর: TR07A3821) সজোরে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে যায়।
দুর্ঘটনাটি ঘটে দুপুর ২টার দিকে। অটোরিক্সাটি চালাচ্ছিলেন সাইফুল ইসলাম (পিতা: জালাল মিয়া, ঠিকানা: নয়নজলা), আর প্রাইভেট গাড়ির চালক ছিলেন সুশীল সূত্রধর (পিতা: শুভাষ সূত্রধর)। প্রত্যক্ষদর্শীদের মতে, টাটা জেস্ট প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্শার পেছনে ধাক্কা দেয়, ফলে দুই গাড়িই রাস্তার ওপর উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলমচৌড়া থানার পুলিশ। আহত দুই চালককে তৎক্ষণাৎ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার ইনচার্জ ডাঃ শ্যাম দেববর্মা জানিয়েছেন, অটোরিক্শা চালক সাইফুল ইসলাম গুরুতর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই হাপানিয়া টিএমসি হাসপাতালে রেফার করা হয়েছে।
এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনের এই সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।