রহস্যজনকভাবে আমবাসার উপনগরে গুলিবিদ্ধ গৃহবধূ

আমবাসা, ২৪ ফেব্রুয়ারি : ধলাই জেলার আমবাসা থানার অধীন উপনগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক গৃহবধূ৷ তাঁর নাম নীলিমা রিয়া৷ বয়স আনুমানিক ২৭ বছর৷ সোমবার দুপুরে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ বর্তমানে ওই গৃহবধূ কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, ফোনে তাঁরা জানতে পারেন এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন উপনগর এলাকায়৷ সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন৷ গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ ফায়ার সার্ভিসের ওই কর্মী জানিয়েছেন সম্ভবত ওই মহিলার কোমড়ের নীচের দিকে গুলি লেগেছে৷ তবে কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তিনি এই ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিছুই জানতে পারেনি৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার অবস্থা স্থিতিশীল৷ গোটা বিষয়টি আমবাসা থানার পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোন সিদ্ধান্তে পৌঁছতে না পারায় বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?