আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : এক বাংলাদেশি নাগরিককে আটক করল পশ্চিম ত্রিপুরা জেলার এডি নগর থানার পুলিশ। গজারিয়া সীমান্ত এলাকায় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। মঙ্গলবার এডি নগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দুপুরে তাদের কাছে খবর আসে , ক্যাম্পের বাজারের গজারিয়া এলাকায় এক বাংলাদেশি যুবক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে। এই খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং বিএসএফের জওয়ানদের নিয়ে একটি টিম গঠন করে এডি নগর থানার পুলিশ। এই যৌথ টিমট গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম আলিফ হোসেন।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অধীন। বেশ কিছুদিন ধরে সে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় এসে বসবাস করছিল। গজারিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশের চলে যাওয়ার চেষ্টা করছিল সে। পুলিশ তার কাছে ভারতীয় মুদ্রায় আট হাজার টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করেছে। এডি নগর থানার ওসি আরো জানান, একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত বাংলাদেশি যুবককে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।