চাকরির দাবিতে আবারও পথে নামলেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : আবারও শিক্ষক পদে চাকরির দাবিতে রাস্তায় নামলেন এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা৷ সোমবার দুপুরে টিআরবিটি অফিসের সামনে ধর্না দিলেন তাঁরা৷ বরাবরের মতই এদিনও তাঁরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন অবিলেম্ব নিয়োগ করার জন্য৷

আন্দোলনস্থলে উপস্থিত এক বেকার যুবক জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা৷ তিন বছর অতিক্রান্ত হলেও নিয়োগ করা হচ্ছে না৷ যদিও শিক্ষা দপ্তরের এসটিজিটি এর শূণ্যপদ ১৮ হাজারের বেশী৷ টিআরবিটি পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়ে তিন বছর ধরে বেকার অবস্থায় রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই বয়সোত্তীর্ণ হতে চলেছেন৷

ওই বেকার চাকরিপ্রার্থী যুবক আরও জানিয়েছেন, প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছিল৷ এখন মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়ে গিয়েছে৷ তারপরও কেন নিয়োগ করা হচ্ছে না তা জানার জন্য তাঁরা টিআরবিটি অফিসে এসেছেন৷ এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের একটাই দাবি অবিলম্বে তাঁদের নিয়োগ করা হোক৷ এই ব্যাপারে শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?