আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : সোমবার থেকে শুরু হয়েছে বি এন মল্লিক স্মৃতি সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপের আসর। এদিন সকালে আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ফুটবলে কিক দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীসহ অতিথিরা বহিঃরাজ্য থেকে আগত বিভিন্ন পুলিশ দলের ফুটবলারদের সাথে পরিচিত হন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বহিরাজ্য থেকে আগত বিভিন্ন পুলিশ সংস্থার ফুটবল দলের খেলোয়াড়দের স্বাগত ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মত এই ধরনের একটি বড় মাপের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের অন্যান্য রাজ্যে ফুটবল নিয়ে উদ্দীপনা থাকলেও ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ফুটবল নিয়ে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৪৫টি পুলিশ ফুটবল দলের হয়ে ১ হাজার ৪০০ প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। রাজ্যের ৩ জেলার ৫টি স্থানে এই টুর্নামেন্ট হবে. মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশ সম্পর্কে অন্যদের মনে ভিন্ন ধারণা রয়েছে। কিন্তু পুলিশ জনগণকে নিরাপত্তা বিধানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। ত্রিপুরা পুলিশ দেশের অন্যতম একটি পুরনো সংস্থা এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সারা দেশের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরার অবস্থান নিচের দিক থেকে তৃতীয় স্থানে। কর্তব্য পালনে ত্রিপুরা পুলিশের সক্রিয়তাতেই তা সম্ভব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি জানান, দেশের ২৫টি রাজ্য, চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সিআরপিএফের সাতটি ইউনিটের সাতটি দল মিলে মোট ৪৫টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এর মধ্যে ৩৬টি ফুটবল টিম পুরুষ দলের এবং নয়টি ফুটবল টিম মহিলা দলের। পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন আরো জানান, এই টুর্নামেন্টে ৪৮ জন এমন ফুটবলার রয়েছেন যাঁরা জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং ৬৮ জন এমন ফুটবল রয়েছেন যাঁরা আন্তর্জাতিক স্তরের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ৭ মার্চ পর্যন্ত চলবে। রাজ্যের তিনটি মহকুমার পাঁচটি মাঠে এই টুর্নামেন্টের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে। এই ফুটবল মাঠগুলি হল রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম, মোহনপুরের তুলাবাগান স্টেডিয়াম, জিরানিয়ার শচীন্দ্র নগর কলোনি গ্রাউন্ড, জম্পুজলা গ্রাউন্ড এবং উদয়পুরের চন্দ্রপুর গ্রাউন্ড।